Weather update: বৃষ্টি শুরু জেলায় জেলায় , জারি সতর্কতা, বৈশাখের শুরুতে কেমন থাকবে আবহাওয়া?

0
12

সকাল থেকেই আকাশের মুখভার। সেই আবহেই ফের রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। বুধবার বিকেলের দিকে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগেই জানিয়েছিল হাওয়া অফিস।ইতি মধ্যেই বনগাঁ সীমান্তে শুরু হয়েছে বৃষ্টি ।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার বেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে।

চলতি সপ্তাহে প্রায় রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। হালকা ঝড়বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। বুধবার শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম।


আপাতত শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

বুধ, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। শনিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।

অন্য দিকে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। দমকা হাওয়ার বেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।

Previous articleRail Blocked নামখানা লাইনে উঠল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল
Next articleMamata Banerjee মুর্শিদাবাদের দাঙ্গা পরিকল্পিত , শাহকে সামলাতে মোদীকে বার্তা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here