আরামের দিন শেষ! ফের গরমে পুড়বে রাজ্যের অধিকাংশ জেলা। এপ্রিলের তৃতীয় সপ্তাহেও স্বস্তির বৃষ্টি তীব্র গরম থেকে রেহাই দিয়েছে। এবার ফের আবহাওয়ার রূপবদল। আগামী সপ্তাহে বাংলা জুড়ে বাড়বে তাপমাত্রার পারদ। একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহের পরিস্থিতি।
বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে নেই বললেই চলে। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। তবে নতুন সপ্তাহে একটি জেলায় বৃষ্টি হতে পারে।
আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ভাসতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া। বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী চারদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার থেকে টানা ছ’দিন দক্ষিণবঙ্গের কোথাও স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে তীব্র গরমের পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গে স্বস্তির আবহাওয়া বজায় থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
