Weather Update: বাংলা এবার কাবু শীতে! সপ্তাহান্তে কড়া শীতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

0
553

দেশের সময় ওয়েবডেস্কঃ তাপমাত্রার পারদ পতন অব্যাহত।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। রবিবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। কলকাতায় পারদ ১২ ডিগ্রি ছুঁতে পারে অনুমান আবহাওয়াবিদদের। 

মঙ্গলবারের চেয়ে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমল। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.‌১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.‌১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও সকালের দিকে ছিল কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মূলত পরিষ্কার থাকবে।  বছরের শুরুতে কুয়াশার দাপট বাড়ছে।

আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় উত্তুরে হাওয়া সামান্য হলেও বাধা পাচ্ছে। তবে চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও কমবে। বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। আর বাঁকুড়া, পুরুলিয়া সহ অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্র ৯ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে সপ্তাহান্তে। 

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে। শুক্রবারের পর থেকে পারদ নামার ইঙ্গিত। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

এদিকে, সপ্তাহের শেষে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী পাঁচদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ ও বিহারে। চার থেকে ছয় জানুয়ারি দিল্লি-সহ পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। 

Previous articleKolkata Book Fair: এবার বইমেলায় মুখ্যমন্ত্রীর ‘কবিতা বিতান’ আসছে ইংরেজিতে
Next articleMaslandapure news: তৃণমূলের মিছিল ঘিরে অশান্ত মছলন্দপুর,ফের কি শাসকদলে গোষ্ঠীকোন্দল? উঠছে প্রশ্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here