![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/1636427697090-1024x939.jpg)
দেশের সময়ওয়েবডেস্কঃ রাজ্য জুড়ে হালকা শীতের আমেজের। এখনও শীত ঢোকেনি বঙ্গে। কালীপুজোর পর থেকেই পারদপতন হতে শুরু করেছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
রাজ্যের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঠান্ডা হাওয়া আসায় তাপমাত্রা স্বাভাবিকের ঠিক নীচে রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। যা আরও খানিকটা ঘনীভূত হয়ে তামিলনাড়ুর দিকে যাবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/IMG_20211109_092647_336-1024x854.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে জলবায়ু বাড়ায় তাপমাত্রাও খানিকটা বৃদ্ধি পাবে। আগামী ১০ তারিখের পর তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।
আপাতত পরিষ্কারই থাকবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/6320876814196649548_121.jpg)
উত্তরবঙ্গের থেকে পশ্চিমের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পুরুলিয়াতে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে।
শীতের আমেজ থাকলেও শীত আসতে এখনও দেরি। আজ, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/maasaradaroadlines-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/6321050549918739540_121.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/11/1634548855620.jpg)