Weather Update: বসন্তেও গরমে হাঁসফাঁস অবস্থা,মার্চের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন!

0
392

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই কোকিলের ডাক ভেসে আসছে বাড়ির জানালার পাশের গাছের আড়াল থেকে ৷ বসন্তের অস্তিত্ব বলতে এই টুকুই। ফেব্রুয়ারি এখনও শেষ হয়নি, কিন্তু তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে অনেকেই বলতে শুরু করেছেন, ‘বসন্ত কি চলে গেছে?’ যদিও এখন বৃষ্টির তেমন সম্ভাবনা থাকে না, তবুও বেলা গড়াতেই গরমে যে হাঁসফাঁস অবস্থা হচ্ছে, তাতে বৃষ্টির প্রত্যাশা শুরু হয়ে গেছে ৷

শীত বিদায় নিয়েছে।দিনের বেলায় চড়া রোদে খানিকটা অস্বস্তি থাকলেও, বাকি সময়ে মনোরম আবহাওয়াই রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বিশেষত, দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে এখনও শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। তার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। তবে এমন মনোরম আবহাওয়া আর মাত্র কিছুদিন বজায় থাকবে। তারপরেই হাঁসফাঁস গরমের আবহাওয়া ফিরবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 

একই বঙ্গে আবহাওয়ার দুই রূপ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ভাগ্যে শুধু যে বৃষ্টি নেই তা নয়, মার্চের শুরু থেকেই তাপমাত্রার পারদ হু হু করে বাড়ার সম্ভাবনা রয়েছে।


কলকাতায় সকালে ও রাতের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আমেজ কর্পূরের মতো উবে যায়। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনকী দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েকদিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। কয়েকটি জেলায় শীতের হাল্কা আমেজ থাকবে সকাল-বিকেল। কিছুটা কুয়াশার দাপটও দেখা যাবে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা ততটা না বাড়লেও অস্বস্তি থাকবে। দার্জিলিং ও কালিম্পং দুই জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, মার্চের শুরু থেকেই বঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। দ্বিতীয় সপ্তাহ থেকেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। ফলে চড়া রোদে আরও অস্বস্তি বাড়বে শহর ও শহরতলিতে। 

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleAdenovirus : জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, অ্যাডেনোভাইরাস ভয় ধরাচ্ছে রাজ্যজুড়ে,কলকাতার হাসপাতালে মৃত্যু ২ শিশুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here