দেশের সময়, কলকাতা : কখনও রোদ, কখনও বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনা মার্চের শুরুতে। গরমের পাওয়ার প্লে ব্যাটিং এখনও শুরু হয়নি। তার মধ্যে মার্চের শুরুতে ক্ষণিক বৃষ্টির জন্য তাপমাত্রা ওঠানামা করছে। যদিও এই সপ্তাহ থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তবে আগামী তিন দিনে যে তাপমাত্রা কমতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার পতন লক্ষ করা যেতে পারে। তবে তার পর আবার উল্টো সুরে গান ধরবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। তিন দিন পর রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তিন দিন পরে দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একটি জেলা। বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহের শেষ থেকে ধীরে ধীরে গোটা বঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
তবে কাঠফাটা গরম পড়ার সময় এখনও আসেনি, পরবর্তী সপ্তাহ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। বসন্তের মনোরম পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে রাজ্যবাসীর কাছে। দিনের বেলা কিছুটা তাপমাত্রা বাড়লেও সকাল এবং বিকেলের পর থেকে রাত পর্যন্ত আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে।