দেশের সময় ওয়েবডেস্কঃসপ্তাহের শুরুর দিন, সোমবারও শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। একই পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার কলকাতা -র আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েকদিন একই পরিস্থিতি থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়ার মতো জেলায় টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তাঁরা।
একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, বাড়তে পারে নদীর জলস্তরও। যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়।
জলস্তর বেড়ে বন্যা কবলিত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। সেইসঙ্গে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলেও জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিন কয়েক আগে প্রবল বৃষ্টিতে ভেসেছিল কলকাতা। সেটা চলতি মাসের মাঝামাঝি। ১৬ জুন রাতভর বৃষ্টি হয়েছিল।
জলবন্দি হয়ে পড়েছিল কলকাতার বিভিন্ন অংশ। ফের কয়েকদিন টানা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মানুষের মনে ফের তৈরি হয়েছে শঙ্কা।
রবিবার কলকাতা -র সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।আবহাওয়া দফতর পরামর্শ দিয়েছিল, বাড়িতেই থাকুন। কারণ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।