Weather Update ফের কাঁপবে বাংলা? পাহাড়ে তুষারপাত-সঙ্গে বৃষ্টি আসছে! দেখুন আবহাওয়ার আপডেট

0
29
হীয়া রায় , দেশের সময়

কলকাতা: শীত উধাও হতেই মন খারাপ ঘুমকাতুরে বাঙালির। তাপমাত্রার পারদ আবারও চড়েছে। তুলনামূলক ভাবে মঙ্গলবার অনেকটাই কম ঠান্ডা।

একদিকে শীতের মাঝেই বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। হাওয়া অফিসের পূর্বাভাস শুনেই অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি সুপর্ণাকে এতদিন ধরে করে চলা প্রশ্নের উত্তর এই সপ্তাহেই পাবে বঙ্গ। অর্থাৎ এবারেই জাঁকিয়ে শীত! 

তবে শীত ফিরবে, স্বমহিমায়। শুধু অপেক্ষা করতে হবে এক দিন। বুধবার থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে রজ্যে। আলিপুর হাওয়া অফিস অন্তত তাই বলছে।

এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ১৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার পারদ। ৮ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। তবে পৌষ সংক্রান্তির আগেই নতুন করে ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে।

জানুয়ারি মাসের শুরু থেকেই উত্তুরে হাওয়ার দাপটে চেনা ছন্দে ঠান্ডা পড়েছিল। মাঝের কয়েক দিন খানিকটা বিরতি নিলেও প্রথম এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েক দিন ধরেই থাকবে স্বাভাবিকের নীচে।

আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।

Previous articleEarthquake in Tibetতিব্বতে ভূমিকম্প! তীব্রতা ৭.১, মৃত অন্তত ৩২, কম্পন অনুভূত হল কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে
Next articleTheatre Festival শপ্তকের উদ্যোগে ২৬ তম বর্ষে নাট্যমেলার ২য় পর্ব অনুষ্ঠিত হল গাঁড়াপোতা বর্ণপরিচয় অডিটোরিয়ামে : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here