Weather Update পৌষের প্রথম সকাল – জাঁকিয়ে শীত বাংলায় , এবার উষ্ণ ক্রিস্টমাস? কি জানাচ্ছে হওয়া অফিস

0
69
পৌলমী ব্যানার্জী, দেশের সময়

পৌষের প্রথম সকালে জাঁকিয়ে শীত বাংলায়।

২০২১–এ ১১–এর কোঠায় নেমেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তার পরের দু’বছর ১৩–এর নীচে নামেনি পারদ। তিন বছরের খরা কাটিয়ে আবার ডিসেম্বরে ১২–এর কোঠায় নামল শহরের তাপমাত্রা। কলকাতা–সহ দক্ষিণবঙ্গে শীত পুরোপুরি এখনও থিতু না–হলেও এই ‘পারফরম্যান্স’–এ আশার আলো দেখছেন আবহবিদ থেকে শীতপ্রেমী বাঙালি।

ডিসেম্বরের মাঝামাঝি বাংলা জুড়ে হাড়কাঁপানো শীতের আমেজ। ভোরে কুয়াশায় মোড়া সব জেলা। বেলায় রোদ ঝলমলে আকাশ। উত্তুরে হাওয়ার দাপটে ভরপুর শীতের আমেজ।

আপাতত কিছুদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শুক্রবার পর্যন্ত। শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। এদিকে, বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, তার প্রভাব বঙ্গে পড়ে কিনা সেবিষয়ে এখনই কিছু জানাল না আলিপুর।

তবে চলতি সপ্তাহে তাপমাত্রায় ফের বিরাট বদল হবে। কমবে কনকনে ঠান্ডার আমেজ। আবহাওয়ার রূপবদল নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা বাড়ল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই খানিকটা কমল শীতের আমেজ। আগামী তিন থেকে চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে আবার কমতে পারে তাপমাত্রার পারদ। 

নভেম্বরের শুরু থেকেই চালিয়ে খেলছে শীত। মাঝে ২ দিন তাপমাত্রা বাড়লেও ফের হুড়মুড়িয়ে নেমে যায় ২০-র নীচে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুরু হয় শৈত্য প্রবাহ। রবিবারও শৈত্য প্রবাহ চলে বেশ কয়েকটি জেলায়। সেই মর্মে সতর্কতাও জারি করা হয়। তবে, সোমবার থেকে শৈত্য প্রবাহের সম্ভাবনা তেমন থাকছে না। আপাতত দুই বঙ্গেই তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা বাড়ল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই খানিকটা কমল শীতের আমেজ।

আগামী তিন থেকে চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে আবার কমতে পারে তাপমাত্রার পারদ।

সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী তিন থেকে চার দিন কনকনে ঠান্ডার আমেজ কম থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে ফের তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে।

এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বুধবারের পর বাংলায় কমবে ঠান্ডা। চলতি সপ্তাহে বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

Previous articleZakir Hussain Passes Awayপ্রয়াত তবলার যাদুকর উস্তাদ জাকির হুসেন, ৭৩ বছর বয়সে থামল এই বিশ্ববরেণ্য  সঙ্গীতের তালপুরুষের পথচলা
Next articleহেরোইন ছেড়ে ‘এভেলিন ভেট’  গরুর ওষুধেই এখন নেশা! নতুন এই মাদকে বুঁদ যুবসমাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here