


রোদ ঝলমলে আকাশ। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও, বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি।

বর্ষা বিদায় নিয়েছে কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছিল। যদিও কালীপুজোয় কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি। আর বৃহস্পতিবার ভাইফোঁটার দিনও তা হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মাসের শেষ দিকে ফের রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে আগামীকাল, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারও সেই বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। রবিবার এই বৃষ্টির পরিধি আরও কিছু জেলা পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিক, উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের উপরের পার্বত্য এলাকাগুলিতে শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার প্রায় পাঁচটি জেলায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের শুরু থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। তবে আপাতত আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা তেমন নামবে না। কবে থেকে শীতের আমেজ শুরু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও পূর্বাভাস দেয়নি দফতর।
যদিও একটি নিম্নচাপের অবস্থান নিয়ে চিন্তা রয়েই গেছে। মৌসম ভবনের প্রাথমিক হিসেব অনুযায়ী, এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানা বরাবর কোনও জায়গা দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে। তাই এই নিম্নচাপটিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা।
নিম্নচাপ তৈরির ফলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। যার ফলস্বরূপ, অক্টোবর মাস শেষের দিকে হলেও কলকাতার রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে।

মৌসম ভবন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। এটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে থাকবে। বৃহস্পতিবারের মধ্যে তা আরও শক্তিও বৃদ্ধি করবে। গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।



