Weather Update: নভেম্বরে শীতের আমেজ থেকে বঞ্চিত হবেন বঙ্গবাসী?

0
520

দেশের সময় ওয়েবডেস্কঃ হাঁসফাঁস গরম থেকে রেহাই মিলেছিল অক্টোবরের শেষেই অক্টোবরের শেষেই ৷ হালকা শীতের অনুভূতি পেয়ে বেজায় খুশি হয়েছিলেন আপামর রাজ্যবাসী।

১০ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নীচে। তবে নভেম্বরের শুরু থেকেই গায়েব হালকা শীতের আমেজ। ভোরে এবং রাতের দিকে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা গড়ালেই চড়া রোদে অস্বস্তিতে শহরবাসী

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর ফের পারদ নামতে পারে। শীতের আমেজ ফিরবে এরপর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়বে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। 

গত দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরেই ছিল। মঙ্গলবার ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়ে দাঁড়ায় ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদে বিশেষ হেরফের আর হবে না। ঊর্ধ্বমুখীই থাকবে পারদ। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাতন পতন হচ্ছে। ভোরের দিকে বেশ শিরশিরানি ভাব। কুয়াশাও রয়েছে কিছু জায়গায়।

উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে থাকছে। খুব সকালে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে কিছুটা অস্বস্তি বাড়বে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি করে পাওয়া যাবে বলে মনে করছেন আবহবিদরা।

উত্তর ভারতে বর্ষাকাল থেমে গেলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি অব্যাহত রয়েছে।তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দফতর দক্ষিণ ভারতের অনেক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷

Previous articleAshoknagar News: অশোকনগরে আছে মিনি চন্দননগর! জানতেন নাকি! দেখুন ভিডিও
Next articleGujarat Assembly Election: গুজরাতে দু’দফায় ভোট,ফল ৮-এ, ঘোষণা নির্বাচন কমিশনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here