দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে সোমবার থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী কয়েকদিন কলকাতা-সব দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমি অক্ষরেখা ঝারসুগোডা, বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেহেতু এটা দক্ষিণবঙ্গের অনেকটা বাইরে রয়েছে। সে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী কয়েক দিনে কমে যাবে।
দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে পরিমাণ অনেকটা কমে যাবে। আর তাই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
কলকাতা আশপাশের এলাকা থাকবে মেঘলা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। পরে কমে যাবে।
উত্তরবঙ্গের কী অব্সথা থাকেত পারে, জানিয়েছেন তাঁরা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমি এখন তো ওডিশার মধ্য দিয়ে যাচ্ছে। পরবর্তী কয়েকদিন উত্তরবঙ্গের কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। আর তার ফলে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরে বেশ খানিকটা কমে যাবে। তবে ২৩ অগাস্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়বে। মৌসুমী অক্ষরেখা কাছাকাছি চলে আসায় ২৪ আগস্ট বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছিল। কখনও প্রবল, কখন টিপটিপ করে। আর এ কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। এর ফলে প্রবল সমস্যা পড়েন মানুষ। গাড়ি চলাচলে নাজেহাল হতে হয় তাদের। যানবাহনের গতিবেগ ধীর গতির হয়ে যায়। জল জমে যাওয়ার ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃষ্টির জেরে প্রবল সমস্যায় তৈরি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় জল জমে যায়। আর দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বাড়িতে, রাস্তায় জল জমে যায়। ফলে নাকাল হতে হয় তাঁদের।