দেশের সময় কলকাতা: লাগাতার কয়েকদিন কমবেশি বৃষ্টির পর, আপাতত কিছুটা কম বর্ষণ। মঙ্গলবার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার অনেক জায়গাতেই সকাল থেকে রোদ ঝলমল আকাশ। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় অবশ্য এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমের দিকেই থাকছে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। এরপর বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে বুধবার ১০ জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন কলকাতার কোনও কোনও জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি।
এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।
এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও। এখানেই শেষ নয়, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে পারে বলেই মনে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে।
এর মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। একইসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাতেও।
এ ছাড়াও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও হতে পারে ভারী বর্ষণ। শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। সেই দিক থেকে দেখতে গেলে, চলতি সপ্তাহে আরও একবার ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি দক্ষিণ-পশ্চিমে ঝুঁকে রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে।