দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ক্রমশ ওড়িশার দিকে ঢুকছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামী ২/৩ দিনে এগিয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া নিয়ে এখনই দুশ্চিন্তা কাটল না। আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ থাকবে বলে জানা গিয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, মধ্য-পূর্ব ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্য এই বৃষ্টিপাত।
আলিপুর জানিয়েছে, সপ্তাহান্তে এই বৃষ্টির প্রধান কারণ ঘূর্ণাবর্ত। এ ছাড়া রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। এই জোড়া ফলায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস স্পষ্ট করে দিয়েছে, এখনই বৃষ্টি থেকে মিলছে না রেহাই। কারণ সেই বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ। প্রসঙ্গত কয়েকদিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্বমেদিনীপুরের নদীর বাঁধ ভেঙে একাধিক এলাকা প্লাবিত হয়েছিল।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পাশাপাশি বিস্তৃত রয়েছে অক্ষরেখা। ফলে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার একটি বড় এলাকায় ব্যাপক বৃষ্টি হবে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ও সোমবার রাজ্যের উপকূবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফের একবার সমুদ্র উত্তাল হবে।
বঙ্গোপসাগরে ঘনান নিম্নচাপটি এখনও শক্তি বৃদ্ধি করেনি তবে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। এমনিতেই সপ্তাহের মাঝামাঝিই নিম্নচাপের ধাক্কা কাটিয়ে উঠেছে রাজ্যে। গত মঙ্গলবার পর্যন্ত প্রবল বর্ষণে ভেসেছে গোটা দক্ষিণবঙ্গ।
৪৮ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান করবে। সেকারণে শনিবার আকাশ মেঘলা থাকলেও রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস উপবর্তী জেলাগুলো। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। দুই ২৪ পরগনা। নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই চব্বিশ পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শনিবার সকালের বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বহু জায়গায় জল জমেছে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টির হতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৮৮ শতাংশ।
উত্তরবঙ্গের আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে মূলত পার্বত্য এলাকায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায়।