Weather update টানা সাতদিন ঝড়-বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা ,  তুমুল দুর্যোগের ঘনঘটা বাংলায় !

0
15
হীয়া রায় , দেশের সময়

বাংলা নতুন বছরের প্রথম দিনটাই ভয়াবহ গরম দিয়ে শুরু হয়েছে, এমন নজির নেহাত কম নেই। ১০ বছর আগে ১৪২৩ বঙ্গাব্দে (২০১৬ সাল) পয়লা বৈশাখেই ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সে দিক থেকে বড় রকমের ব্যতিক্রমী হয়ে রইল ১৪৩২ বঙ্গাব্দের (২০২৫ সাল) পয়লা বৈশাখ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ সেলসিয়াসে আটকে থেকে ১৪৩২–এর পয়লা বৈশাখ গত দশ বছরের শীতলতম নববর্ষের নজির গড়ল।

এবার এপ্রিলের মাঝামাঝিতে তুমুল দুর্যোগের ঘনঘটা বাংলায়। টানা সাতদিন বজ্রপাত-বৃষ্টি-ঝড়ের বড় অ্যালার্ট জারি করা হয়েছে জেলায় জেলায়।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। কৃষক থেকে সাধারণ মানুষদের আগেভাগেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল হাওয়া অফিসের তরফে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। সাতদিন ধরেই দুর্যোগের আশঙ্কা রয়েছে।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। কলকাতা সহ বাকি জেলায় হলুদ সর্তকতা রয়েছে। 

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রপাত, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের দাপট থাকবে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। শনিবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সর্তকতা জারি থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। এই তিনদিন ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহবিদদের মতে, কয়েক দিন ছাড়া ছাড়া নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই এ বছর গরম তেমন ভাবে বাড়েনি এখনও। বাংলা নতুন বছরের মুখে ফের একসঙ্গে একাধিক ওয়েদার সিস্টেম তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গার তাপমাত্রাই ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আটকে থাকল।

হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপরে ভূপৃষ্ঠের এক কিলোমিটারেরও কম উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা।

Previous articleBengali New Year নববর্ষে সম্প্রীতির বার্তা মমতা-অভিষেকের
Next articleRail Blocked নামখানা লাইনে উঠল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here