Weather Update জেলায় জেলায় কালবৈশাখীর আগমন!৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, স্বস্তির খবর শোনাল আলিপুর

0
249

দেশের সময় কলকাতা প্রায় এক মাস ধরে তীব্র গরমে নাস্তানাবুদ হাল বঙ্গবাসীর। বাতাসে গরম হল্কা, গায়ে ফস্কা পড়ার জোগাড়! গরমের ছ্যাঁকা থেকে বাঁচাতে আসছে বৃষ্টি। অবশেষে সুদিন ফিরছে রাজ্যবাসীর। স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শনিবারও তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও দুই বর্ধমান জেলাতে। তবে শনিবার বিকেলের পর থেকেই পরিস্থিতির বদল ঘটবে।

এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৈশাখের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়ও। রবিবারের পর থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও।

শুক্রবার সামান্য কম ছিল কলকাতার তাপমাত্রা। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ। সোম এবং মঙ্গলবার কলকাতাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তার ফলে শনিবার থেকে আবহাওয়ার গতিপথের বদল ঘটবে। তারই প্রভাবে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।

রবিবার থেকে রাজ্যের উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়বে সোম ও মঙ্গলবার। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ,  নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টি বেশি হতে পারে। আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আবহাওয়া দফতরের তরফে ৬ এবং ৭ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এপ্রিলের মাঝামাঝি থেকে গ্রীষ্মের তীব্র দাবদহে কাহিল গোটা বাংলা। উত্তরের দুই পাহাড়ি জেলা ছাড়া বাকি সব জায়গাতেই চলছে কম-বেশি তাপপ্রবাহ। গত ৩০ এপ্রিল কলকাতার তাপমাত্রা ৭০ বছরের রেকর্ড ভেঙে পৌঁছে যায় ৪৩ ডিগ্রিতে।

রবি থেকে ধীরে ধীরে স্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা কমার সম্ভাবনা। আইঢাই করা গরম থেকে মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, এই বছরে তাপমাত্রার বাড়বাড়ন্ত এখনও পর্যন্ত বহু বছরের রেকর্ড ভেঙেছে বলে জানাচ্ছেন আবহবিদরা।

Previous articleSinger পেশায় চাষি কন্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আশি বছরের নির্মলের চোখে স্বপ্ন প্লেব্যাক গায়ক হওয়ার; দেখুন ভিডিও
Next articleSandeshkhali sting operationসন্দেশখালির স্টিং মারাত্মক, বাংলাকে বদনাম করতে ষড়যন্ত্র করেছে ,মমতা ! ‘ক্ষমতার অপব্যবহার, লজ্জা!’,তোপ অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here