
আশা জাগিয়েও শেষ পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলল না। শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি শহরে। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পেয়ে বজ্র গর্ভ মেঘ তৈরির সম্ভবনা থাকলেও বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের কোথাও। উইকএন্ডেও বৃষ্টির সম্ভাবনা কম।
তবে আশাহত করছে না আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী পাঁচদিন টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। রয়েছে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
সোম থেকে বুধবারের মধ্যে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

যদিও বৃষ্টি না হওয়া পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অস্বস্তি বাড়াবে।

কলকাতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুপুরের পর থেকে আংশিক মেঘলা হবে আকাশ। রাতের পর সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পাবেন না মহানগরবাসী। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ থেকে ৯৪ শতাংশ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি রবি এবং সোমবার উত্তরবঙ্গেরও সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার থেকে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর এবং অসাম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
