Weather Update ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল!শীত বিদায়ের আগে ঠান্ডার আমেজ পাওয়া যাবে কি? আবহাওয়ার পূর্বাভাস জানুন

0
10
হীয়া রায় , দেশের সময়

ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল। সরস্বতী পুজোয় ঘেমে স্নান হয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। তাপমাত্রা খানিকটা বেড়েছিল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। শীতের আমেজ বিন্দুমাত্র নেই। ফেব্রুয়ারির শুরুতে গরমে রীতিমতো অস্বস্তি অনুভূত হচ্ছে। কিন্তু সরস্বতীপুজোর দ্বিতীয় পর্যায়ে সোমবার খুশির খবর দিল আবহাওয়া দফতর। ফিরছে শীত, মঙ্গলবার থেকেই ঘুরবে খেলা।

কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল। শীত ফিরছে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকেই নামবে তাপমাত্রা। মূলত দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। শীত বিদায়ের আগে হালকা ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। তেমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ফের নামবে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের লক্ষ করা যাবে এই সপ্তাহে। 

যদিও মাঝে দু’দিন একটু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে তা ফের নেমে যাবে বেশ খানিকটা। এই পারদ ওঠানামার মধ্যে দিয়েই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে শীত। 
তার আগে কি শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়বে?

আলিপুর জানাচ্ছে, তেমন সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে শীতের লুকোচুরি চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন কোনও পরিবর্তন হবে না তাপমাত্রার। সোমবার উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ঘন কুয়াশায় ঢাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু’দিন তাপমাত্রা আবারও দু’-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। বেলায় চড়া রোদে অস্বস্তি অনুভূত হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Previous articleSaraswati Puja 2025ভারত সেবাশ্রম সঙ্ঘে সরস্বতী পুজো
Next articleSaraswati Puja 2025 এ এক আশ্চর্য দেবী :বাংলার মেঠো আলপথ ধরে কিশোর ছুটে আসে তাঁকে দেখবে বলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here