দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে ইতিমধ্যে বর্ষা চলে এসেছে। উত্তরবঙ্গের ৫ জেলায় শুরুও হয়েছে বর্ষার বৃষ্টি।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
যার জেরে শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গবাসীরা কবে হাঁসফাঁস গরম থেকে রেহাই পাবেন? বর্ষা কবে ঢুকবে দক্ষিণবঙ্গে? প্রশ্ন সকলেরই।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা নির্দিষ্ট করে এখনই জানানো যাচ্ছে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃষ্টি হলেও গরম থেকে এখনই মুক্তি পাবেন না কলকাতাবাসী।
যদিও সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি হবে বিকেলের পর। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি।