Weather update কবে আসবে ঝেঁপে বৃষ্টি? দশ মিনিটের বৃষ্টি যেন সান্ত্বনা পুরস্কার,বাড়ল অস্বস্তি, জানুন আবহাওয়ার আপডেট

0
67

দেশের সময় কলকাতা: চাতক পাখির মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গবাসীর। কবে আসবে ঝেঁপে বৃষ্টি? প্রশ্ন সকলের। কিন্তু এখনও সেখাবে বৃষ্টির দেখা নেই। যদিও এরই মাঝে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ, হাবরা,অশোকনগর, বিড়া, গুমার কিছু এলাকায় দেখা যায় হালকা বৃষ্টিপাত। হুগলির সিঙ্গুরও মৃদু বৃষ্টি। তবে অল্প বৃষ্টিতে ভ্যাপসা গরম আরও বেড়ে গেল বলেই দাবি অনেকের।

আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় অনেকটা অংশেই প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু। যদিও দক্ষিণবঙ্গের বুকে ঝরে পড়েনি স্বস্তির বারিধারা। যেটুকু যা বৃষ্টি হয়েছে, তা নামমাত্র। তেমনটা দেখা গেল বৃহস্পতিবারও। এদিনও সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বা বলা ভালো স্থানীয়ভাবে স্বল্প বৃষ্টি দেখা গিয়েছে।

কিছু এলাকায় মেঘলা আকাশ ও সঙ্গে হালকা বাতাস বইছে। বসিরহাটে সকাল থেকেই ঝকঝকে রোদঝলমলে আকাশ। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। মাঝেমধ্যে জেলার আনাচে কানাচে বৃষ্টি ট্রেলার দেখালেও আদতে কবে থেকে শুরু হবে বর্ষার বৃষ্টি, সেই দিকেই তাকিয়ে সকলে। এদিকে সামান্য গুঁড়িগুঁড়ি বৃষ্টি হুগলিতেও। জেলার সিঙ্গুর ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টির দেখা মেলে। অন্যদিকে নদিয়াতেও কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

সামান্য এই বৃষ্টিতে অবশ্য আশ মিটলো না জেলার মানুষের। দীর্ঘ অপেক্ষার পরেও ধরা দিল না স্বস্তি। বরং এই বুড়ি ছোঁয়া বৃষ্টিতে অস্বস্তি বেড়ে গেলে বলেই দাবি অনেকের। কেউ কেউ বলছেন, এ যেন সান্তনা পুরস্কার। সকলের তাই একটাই জিজ্ঞাসা, কবে আসবে ঝেঁপে বৃষ্টি, কবে জুড়োবে প্রাণ।

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ফলে ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে আরও সক্রিয় হবে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু। তারপর আগামী শনিবার থেকে তিন-চার দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

হাওয়া অফিস আরও জানাচ্ছে,  বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত, অন্যদিকে আরও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু।বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। তারপর শনিবার থেকে তিন-চার দিনে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

শনিবার থেকে টানা চারদিন অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়তে পার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এমনকী শুক্রবারও দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

সঙ্গে বয়ে যেতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহন্তে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গজুড়ে চলবে বৃষ্টি। এমনকী কিছু জায়গায় তো ভারী বৃষ্টিও হতে পারে। যদিও পূর্বাভাস রয়েছে বিগত বেশকিছুদিন ধরেই। এখন দেখার বাস্তবেই কবে তপ্ত ধরিত্রীকে শীতল করতে ঝরে পড়ে ভারী বৃষ্টি।

Previous articleWest Bengal Encroachers Evictionবেআইনি দখল হলে কাউন্সিলরকেই অ্যারেস্ট করিয়ে দেব, বললেন মমতা ,হকারদের একমাস সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
Next articleMamata Banerjee-High Court:বড় স্বস্তি মমতার,হাইকোর্টে নিষ্পত্তি হল মামলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here