Weather Update : উত্তুরে হাওয়ায় শীতের আমেজ শহরে, পারদের ওঠা-নামা অব্যাহত

0
315

দেশের সময় ওয়েবডেস্কঃ সপ্তাহের প্রথম দিন সোমবার সকালে কুয়াশার চাদরে মোড়া শহরে ঘুম ভাঙল কলকাতাবাসীর। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতেই দিব্যি টের পাওয়া যাচ্ছে ডিসেম্বরের ঠান্ডা আমেজ।

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কমে হয়েছে সর্বনিম্ন ৩৬ শতাংশ।

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের চলতি সপ্তাহে বজায় থাকবে শীতের আমেজ । যদিও জাঁকিয়ে শীতের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে শীতপ্রিয় বাঙালিকে। শীত থিতু হতে লেগে যাবে মধ্য ডিসেম্বর।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও গত কয়েক দিনে বেশ ঠান্ডা পড়েছে। পানাগড়, আসানসোলের মতো এলাকায় ১০ থেকে ১২ ডিগ্রি পর্যন্ত নেমেছে পারদ। দার্জিলিংয়ে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ফের একবার ঘূর্ণবর্তের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আইএমডি (IMD) জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের সংযোগস্থলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সোমবারই। যা ক্রমশই গতি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। সেটি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে।

আগামী ৭ ডিসেম্বর বঙ্গোপসাগরে এটি জোরাল নিম্নচাপের রূপ নেবে। এর জেরে ডিসেম্বরের শীতের মরশুমেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ ঠান্ডার পথে কাঁটা হতে চলেছে বৃষ্টি।

আগামী ৭ তারিখ থেকে এই নিম্নচাপের জেরে ঝেঁপে বৃষ্টির আশঙ্কা। যদিও এ রাজ্যে এই নিম্নচাপের প্রভাব পড়বে না বললেই চলে। আইএমডি(IMD) জানাচ্ছে আগামী ৭ ডিসেম্বর থেকে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশে। ৮ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারত জুড়েই বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার সন্ধ্যা থেকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে।

Previous articleTortoise: বনগাঁর নিউ মার্কেট থেকে উদ্ধার একশো বিরল প্রজাতির কচ্ছপ,ধৃত দুই পাচারকারী
Next articleMadhyapradesh: বাসস্টপে দাঁড়ানো পথচারীদের পিষে দিল বেপরোয়া ট্রাক,মধ্যপ্রদেশে ঘটনাস্থলেই মৃত ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here