Weather Update আবহাওয়া বদল নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর

0
16
হীয়া রায় , দেশের সময়

শীতের সুখ এখন অতীত। আগামীদিনেতাপমাত্রা কতটা বাড়বে তারই আশঙ্কায় সাধারণ মানুষ। কিন্তু তাঁদের জন্য সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আগামী ৪ দিন তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও ভ্যাপসা গরমে ভোগান্তি পোহাতে হবে না। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। কিন্তু সপ্তাহের শুরুতেই খুশির খবর শোনাল আলিপুর। ফের দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং হিমাচলপ্রদেশ সংলগ্ন এলাকায়।

রবিবাসরীয় সকাল দেখে মনে হয়েছিল মার্চের ২ তারিখ নয়, এপ্রিল বা মে মাসের কোনও সকাল হবে। ১১টা থেকে দুপুর ৩টে নাগাদ কার্যত রাস্তায় বের হতে পারেননি অনেকে। রোদের তেজ ছিল মারাত্মক। এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন আগামী কয়েকদিনে না হলেও, অন্তত দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে।

তবে এই সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় ৩৩ ডিগ্রি, জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। 

একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যদিও এর কোনও প্রভাব রাজ্যে পড়বে কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি আলিপুর । 

আপাতত দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি সম্ভাবনা নেই। খুব সকালে এবং সন্ধ্যেয় মনোরম আবহাওয়া থাকবে কিন্তু রাতের দিকে অস্বস্তি হতে পারে। 

উত্তরবঙ্গে গত কয়েকদিন অঝোরে বৃষ্টি হলেও, আজ থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন আগামী চার-পাঁচ দিনে হবে না। 

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা ৩৭ থেকে ৮৯ শতাংশ।

Previous articleAkash Ambani on Mukesh Ambani আম্বানি পরিবারের কর্মসংস্কৃতি নিয়ে অকপট আকাশ
Next articleHigh Secondary Exam: পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ‘মেটাল ডিটেক্টর’দিয়ে পরীক্ষা করে শুরু উচ্চ মাধ্যমিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here