Weather Update: আজ ৩ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, চলবে কতদিন?‌ গরম থেকে মিলবে মুক্তি?‌ রইল আবহাওয়ার আপডেট

0
15
হীয়া রায় , দেশের সময়

আজ বৃহস্পতিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ৮ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জায়গায় বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত ক’‌দিন নেই। 

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের একাধিক অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। পাশাপাশি ৮ এপ্রিল অবধি উত্তর ও দক্ষিণের আবহাওয়া থাকবে শুষ্ক। 

বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হিমালয়ের কোলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা জলীয় বাষ্পপূর্ণ বিপরীতমুখী দুই বাতাসের জেরে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের পূর্বাভাস।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে। সেখানে এ দিন (বৃহস্পতিবার) বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ার সম্ভাবনা এই জেলাগুলিতে।

Previous articleMyanmar Earthquakeফের ভূমিকম্প মায়ানমারে
Next articleTrump Imposes Sweeping Tariffs, Including 26% On Indian Imports

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here