দেশের সময় ওয়েবডেস্কঃ গোটা চৈত্র মাসেই কালবৈশাখীর দেখা মেলেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গে।গত ১৬ বছরে এই প্রথম কলকাতা সহ দক্ষিণবঙ্গে চৈত্র-বৈশাখ মাসে কালবৈশাখী হল না।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টির কোনও আশা নেই। বরং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে তাপপ্রবাহ চলতে পারে। তাই ডাক্তাররা অনেকেই পরামর্শ দিয়েছেন যে, রাস্তায় বেরোলে সাবধান।
রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। বেলা বাড়ার আগেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বেশি থাকায় একেবারেই গলদঘর্ম হয়েছে মানুষ।
যদিও উত্তরবঙ্গে একটানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও বজায় রয়েছে। মাঝেমধ্যে মেঘলা আকাশ থাকলেও, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ রবিবার কলকাতার পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা সামান্য কমলেও চাঁদিফাটা রোদে নাজেহাল অবস্থা সকলের। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা গরমে আরও বাড়বে অস্বস্তি।
সোমবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও একেবারেই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও ২-৩ ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।