দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের আমেজে ভাটা।মঙ্গলবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
পাঁচ ডিগ্রি বেড়ে গেল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবারের পর বুধবার আরও কিছুটা বেড়ে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পারা পতনের তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ফের একবার মন খারাপ শীতপ্রিয় বাঙালির। জাঁকিয়ে শীতের অপেক্ষা করতে হবে এখনও বেশ কিছুদিন।
মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে কলকাতা শহরের তাপমাত্রা
পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য জানান দিচ্ছে, গত ২৭ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৮ নভেম্বর ছিল ১৭ ডিগ্রিতে। ২৯ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। এরপর একলাফে ৩০ নভেম্বর তা বেড়ে দাঁড়াল ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে। আরও দু’দিন তাপমাত্রা এভাবেই বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সকাল থেকে পরিষ্কার আকাশ। কিন্তু, কিছুটা বেড়েছে আর্দ্রতার পরিমাণ। দিনের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের ঘরে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা নভেম্বর মাসে কার্যত বিরল বলেই মনে করা হচ্ছে।
চলতি সপ্তাহের উইকএন্ডে অর্থাৎ শুক্রবারের পর থেকে ফের কিছুটা হলেও পারা পতন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই রাজ্যে।
ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে অনেকটাই। জমিয়ে শীতের স্পেল দেখবে বঙ্গবাসী। ফলে আচমকাই শীতে এই ভাটা সাময়িক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এ রাজ্যে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত শীতের আমেজ উধাও। পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরম অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের আমেজে আচমকাই এই ভাটা পড়ার অন্যতম কারণ দু’টি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গাঙ্গেয় বঙ্গে উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে।
মৌসম ভবন জানাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া কেরালা, তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় আগামী চার থেকে পাঁচদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কর্নাটক এবং অন্ধপ্রদেশের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেশের বাকি অংশে শীতের আমেজ বজায় রয়েছে। কুয়াশার দেখা মিলছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
বৃহস্পতিবার পড়ছে ডিসেম্বর। হাওয়া অফিসের মতে, ডিসেম্বরের শুরু থেকেই ফের ঠান্ডার শিরশিরানি ফিরবে।