দেশের সময় ওয়েবডেস্কঃ ঘাম-গরমে হাঁসফাঁস উইকেন্ড, সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে!
দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী দু’তিন দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। দেখুন ভিডিও
কলকাতায় আজ থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বদলাতে পারে আবহাওয়া। সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, সোমবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ।
হাওয়া অফিস সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। অক্ষরেখার পশ্চিমাংশ স্বাভাবিক অবস্থানে ফিরেছে। অক্ষরেখার পুবের অংশ অবস্থান বদল করবে ৬ই আগস্ট রবিবার। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছত্রিশগড়ে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।
হাওয়া অফিস সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছত্তীসগড়ে অবস্থান করছে। সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা সোমবার থেকে ৷
দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী দু’তিন দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা।
বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, সোমবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ।