Weather Update: সাত দিন আগে সুপার সাইক্লোনের পূর্বাভাস হয় না, তাহলে সিত্রাং কী গুজব? আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে

0
1343

দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরে ধেয়ে আসছে সুপার সাইক্লোন এমনটাই শোনা যাচ্ছিল৷

১৭ অক্টোবর  ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ১৮ অক্টোবর। আবহাওয়া দপ্তর সুপার সাইক্লোনের আগমনবার্তাকে গুজব বলে খণ্ডন করেছে।

জানিয়েছে, ৭ দিন আগে সুপার সাইক্লোনের পূর্বাভাস করা যায় না। যদিও আগেই অক্টোবরের মাঝামাঝি, ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে, পূর্ব আন্দামানে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী উমাশঙ্কর দাস জানিয়েছেন, ১৪ অক্টোবর এর অবস্থান সম্পর্কে হয়তো জানা যাবে। আগাম কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।  সুপার সাইক্লোন ‌‘‌সিত্রাং’‌ আসার খবর দিয়েছিলেন কানাডার সাসকাচেয়ওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ। জানিয়েছিলেন অন্ধ্রপ্রদেশ অথবা বাংলাদেশের মাঝামাঝি আছড়ে পড়বে ‘‌সিত্রাং’‌। ঝড়ের গতি দু’‌বছর আগে হানা দেওয়া আমফানকে মনে করিয়ে দেবে, এমনও দাবি করেছিলেন। 

এদিকে, অক্টোবরের প্রায় মধ্যবর্তী সময়ে দেশের নানা প্রান্তে ভালই দাপট দেখাচ্ছে বর্ষা। ভাসছে উত্তরপ্রদেশ। অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতি। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে সিকিমের জনজীবন। ভারী বৃষ্টি হচ্ছে বিহার, উত্তরবঙ্গ এবং অসমে।  সিকিমের রাজধানী গ্যাংটক এবং রাজ্যের উত্তর প্রান্তে অঝোর বৃষ্টিতে আটকে পড়েছেন ২০০ পর্যটক।

গ্যাংটকে পানীয় জল পরিষেবা অমিল। এখনই বৃষ্টি থামার নয়। লাল সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এবং অরুণাচল প্রদেশে। সতর্কতা জারি হয়েছে অরুণাচলের পূর্ব সিয়াং জেলায়। সিয়াং নদীর জল বিপজ্জনক মাত্রায় বাড়ছে। অন্যদিকে, বৃষ্টিতে ভেসে গিয়েছে কর্ণাটকের কোপ্পাল জেলার একটি রাস্তা। গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে উত্তরপ্রদেশে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন।

Previous articleTollyguange Fire: টলিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন ,ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন
Next articleSourav Ganguly: বোর্ডের মসনদ গিয়েছে তো কী হয়েছে,আরও বড় কাজ করব,মন্তব্য সৌরভের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here