Weather Update শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আগামী সপ্তাহে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের ৬ জেলায় , চলবে কতদিন জানুন 

0
11
হীয়া রায় , দেশের সময়

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সেটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে কঙ্কন উপকূলে অবস্থান করছে। ২৭ মে সেটি আরও শক্তিশালী হবে। আগামী সপ্তাহে মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত ছ’টি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। 

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী মঙ্গলবার, ২৭ মে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। প্রাথমিক ভাবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। 

আগামী বুধবার বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।
হাওয়া অফিস যা বলছে তাতে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা। 

মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। 
বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবারে বৃষ্টি বাড়তে পারে।

Previous articleBangladesh Newsইউনুস সরবেন , না-কি থেকে যাবেন ! নাকি সবই নাটক? স্পষ্ট হবে শনিবার
Next articleJessore Roadমাথায় ঝুলছে মরা ডাল ,তার উপরে ঝড়ের আতঙ্ক নিয়ে যশোর রোডে ঝুঁকির যাত্রা বনগাঁয় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here