Weather Update: মেঘলা আকাশ, বিকেলের পর বজ্রবিদ্যুৎ-‌সহ বৃষ্টির পূর্বাভাস

0
839

দেশের সময় ওয়েবডেস্কঃ স্বস্তির খবর দিল হাওয়া অফিস। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার সকাল থেকেই রাজ্যের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পুবালি হাওয়ায় বাড়ছে জলীয় বাষ্পও। ফলে গরম ও অস্বস্তি বাড়বেই।

বিকেল বা সন্ধের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-‌সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-‌সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কাটবে না। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উল্লেখ্য, গত কয়েকদিনে দুপুরের দিকে তীব্র গরম অনুভূত হলেও বিকেলের পর দমকা হাওয়ার প্রভাব দেখা গিয়েছে। এবার হাওয়া অফিসের এই পূর্বাভাসে বৃষ্টির আশায় রাজ্যবাসী। 

আবহাওয়া দফতর সূত্রে খবর সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়।

যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে গরমও ৷

Previous articleAlipore Zoo: মায়েদের স্তন্যদানের ঘর তৈরি হল আলিপুর চিড়িয়াখানায়
Next articleRampurhat Clash: বগটুই-কাণ্ডে গ্রেফতার আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here