Weather Update মকর সংক্রান্তির আগেই কনকনে ঠান্ডা ভ্যানিশ! কী বলছে আলিপুর

0
12
হীয়া রায় দেশের সময়

কলকাতা :রাত পোহালেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই হাড়কাঁপানো ঠান্ডা। কিন্তু ঠান্ডা কোথায!
জানুয়ারির তৃতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ ওঠানামা অব্যাহত বাংলা জুড়ে। ভোরে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও, বেলায় চড়া রোদে উধাও হচ্ছে শীতের আমেজ। পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডার আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে। তবে মাঘের শুরুতে আবারও জাঁকিয়ে ঠান্ডার আমেজ ফিরতে পারে। চলতি সপ্তাহে ফের কমবে তাপমাত্রা।জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।

অন্যদিকে দুই বঙ্গের একাধিক জেলায় সোমবারও ঘন কুয়াশা দেখা গিয়েছে, যার ছেড়ে সকাল এবং রাতের দিকে দৃশ্যমানতা অনেকটাই কম।

ছবি – দেবাশিস রায়

১৪ জানুয়ারি, মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারত জুড়ে। শৈত্যপ্রবাহ পরিস্থিতি বেশ কিছু এলাকায়। ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এ ছাড়াও, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রয়াগরাজে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই প্রয়াগরাজেই ১৪৪ বছর পর এই বছর মহাকুম্ভ মেলা হচ্ছে।

আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর আরও দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না।

এই দু’দিন পর আবারও তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই জেলাগুলিতে কুয়াশার জন্য কমবে দৃশ্যমানতা। জারি করা হয়েছে সতর্কতা। 

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আজ শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কালিম্পং ও আলিপুরদুয়ারে। আগামিকাল, মঙ্গলবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।

অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতেও। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশেও। 

এ দিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতিঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে রাজধানী দিল্লিতে। অতিঘন কুয়াশা দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় এবং উত্তরপ্রদেশেও। হিমাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ওডিশাতেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

অসম, মেঘালয়, মণিপুর, মিজ়োরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও রয়েছে ঘন কুয়াশা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে। প্রয়াগরাজে ঘন কুয়াশা এবং হাল্কা বৃষ্টি মাথায় নিয়েই শাহী স্নানে নামছেন পুণ্যার্থীরা।

Previous articleMaha Kumbh: ১২ বছর পর মহাকুম্ভ। প্রয়াগরাজে পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা থাকছে?
Next articleMaha Kumbh Mela2025 কুম্ভ মেলার ইতিহাস ও সাত শাহী স্নানের দিনক্ষণ এক নজরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here