Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ! আরও ক’দিন চলবে দুর্যোগ? জানুন আবহাওয়ার আপডেট

0
381

দেশের সময়,কলকাতা: গ্রাম শহরের ঘুম ভাঙার আগে থেকেই শুরু হয়েছে বৃষ্টি

বৃহস্পতিবারের মতো শুক্রবারও কলকাতা সহ দুই বঙ্গে দুর্যোগের ঘনঘাটা চলবে । সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। শুক্রবার সেটি দক্ষিণ ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী দুদিনে এই নিম্নচাপ ঝাড়খন্ড ক্রস করে বিহার অভিমুখে এগিয়ে যাবে। তার প্রত্যক্ষ প্রভাবেই বঙ্গে দুর্যোগের ঘনঘাটা বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বৃহস্পতিবারের মতো শুক্রবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবার বাংলা এবং ওড়িশা উপকূলে অবস্থানের কারণে বৃহস্পতিবার বঙ্গের জেলার জেলায় বৃষ্টিপাত হয়েছে। এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে কিছুটা সরে গেলেও, এর জেরে সোমবার পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি সতর্কতা জারি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে। বৃষ্টির পরিমাণ কমে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতে হবে বীরভূম, মুর্শিদাবাদ এবং উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। শনিবার পর্যন্ত এই ধারা বজায় থাকার সম্ভবনা প্রবল। যে কারণে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। শনিবারে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।
কলকাতায় সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভবনা। তবে শনিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভবনা।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৩ থেকে ৯৬ শতাংশ।

আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খন্ড এবং ওড়িশাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কেরল ও মাহেতে।

Previous articlePadma Hilsa Fish : পুজোর উপহার ! বাঙালির পাতে পদ্মার ইলিশ!১৩ ট্রাক বোঝাই রুপোলি শস্য বাংলাদেশ থেকে ঢুকল ভারতে
Next articleNamrata Chatterjee Singer: বনগাঁর অরুণিতা – দেবম্মিতার পর নম্রতার সুরেলা কণ্ঠে মাতল নেটদুনিয়া : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here