Weather Update: ফের কবে দেখা মিলবে বৃষ্টির? কি জানাচ্ছে হাওয়া অফিস

0
323

দেশের সময় ওয়েবডেস্কঃ ভ্যাপসা গরম আবার জাঁকিয়ে বসেছে ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আকাশ থাকবে আংশিক মেঘলা।

আগামী কয়েকদিন এমনই গুমোট গরমে হাঁসফাঁস করতে হবে বঙ্গবাসীকে । এখন কটা দিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা কম। হাল্কা-মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের এলাকাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পাহাড়েও বৃষ্টি কমবে।

আকাশ মেঘলা হলেও প্যাচপ্যাচে গরম কমছে না । কলকাতায় তাপমাত্রা ৩৪ ডিগ্রির বেশি। তাপমাত্রা কিছুটা বেড়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, লক্ষদ্বীপ ও কেরল সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিন অবস্থান বদলের সম্ভাবনা কম। ফলে তুমুল বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

দক্ষিণবঙ্গে এখন গরম বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণের জেলাগুলিতে।

উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আগামী কয়েকদিন। পাহাড়ের বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে।

মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে আসাম ও মেঘালয়ে। মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টির পূর্বাভাস আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে সিকিম, তামিলনাড়ু, পন্ডিচেরি ও কড়াইকালে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রয়েলসীমাতে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় কেরল ও সংলগ্ন তামিলনাড়ুতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

Previous articleMamata Banerjee on Abhishek Banerjee : ‘অভিষেককে গ্রেফতার করব, একজন মেসেজ করেছেন’, মমতার মন্তব্যে জল্পনা তুঙ্গে
Next articleCalcutta High Court: ‘অভিষেককে কেন সমন নয়?’,ইডি- কে প্রশ্ন বিচারপতি সিনহার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here