কলকাতা : শীত যেন এগোতেই পাচ্ছে না, পদে পদে বাধা। সদ্য পৌষ মাস শুরু হয়েছে। মরসুমের হিসেব বলছে, এটাই আসলে শীতের শুরু। ফ্রুট কেক, পিকনিক আর লেপ-কম্বলের ফ্যান্টাসি ধাক্কা খেল শুরুতেই। মঙ্গলবার থেকে ঘুরতে শুরু করেছে হাওয়া।
শীত আর কবে পড়বে জাঁকিয়ে? খাস কলকাতার মানুষ এই প্রশ্ন করছেন গত কয়েকদিন ধরেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও দিনকয়েক আগে থেকেই শীতের মরশুম।
তবে হাওয়া অফিস বলছে, ডিসেম্বরে শীত বাড়ার বদলে বাড়বে তাপমাত্রা। অর্থাৎ ব্যাঘাত ঘটবে শীতে!
আবহাওয়া দপ্তরের খবর তেমনটাই। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার অর্থাৎ ১৭ ডিসেম্বরের পর থেকে, আগামী কয়েকদিনে রাজ্যের জেলায় জেলায় শীত বাড়ার পরিবর্তে তাপমাত্রা বাড়তে পারে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস জানাচ্ছে, রাতের দিকে তাপমাত্রা দুই বঙ্গেই বাড়ার সম্ভাবনা কয়েক ডিগ্রি পর্যন্ত। যদিও বুধবার পর্যন্ত সকালের দিকে প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ১৫ থেকে ২৫ ডিগ্রির মধ্যেই শহরের দিনভর তাপমাত্রা থাকার সম্ভাবনা।
হাওয়া অফিস আগেই সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ থাকবে ফের তামিলনাড়ু উপকূলের দিকে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রার হেরফের হলেও, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে।
আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্যের মোট ১১টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘ-বৃষ্টির বাধায় রাতের তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই হাওয়া বদলে যাঁদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, তাঁরা হলেন কৃষিজীবী। মনে করা হচ্ছে, ফের বিপাকে পড়তে পারেন আলু ও সবজি চাষিরা। অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে ফসল।