Weather Update পুজোর শপিং-প্ল্যান পন্ড হতে পারে বৃষ্টিতে! ফের দুর্যোগের পূর্বাভাস

0
4
হীয়ারায় , দেশের সময়

গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। নামমাত্র বৃষ্টিপাত পেয়েছিল তিলোত্তমাও। এতে অস্বস্তি বেড়ে গিয়েছে আরও কয়েকগুণ। পুজোর আগে উইকএন্ডে কি শপিংয়ের আমেজে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টিপাত? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অপেক্ষাকৃত বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এ দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু স্বস্তি ফেরার সম্ভাবনা কম।

রবিবার অবশ্য ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে। নয় জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি। বৃষ্টির সঙ্গে সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলাতে।

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল-সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি।

উত্তরবঙ্গ এবং সিকিম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখায় যেটি ঝাড়খণ্ড, ওড়িশার উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল দিয়ে বঙ্গোপসাগরে। পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। সোম ও মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুয়ায়ী প্রথম ৩ সপ্তাহ রাজ্যে মৌসুমী বায়ুর স্বাভাবিক বৃষ্টিপাত চলবে। কলকাতা-সহ প্রতিটি জেলায় গড়ে দৈনিক ন্যূনতম ১৫ থেকে সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে রাজ্যে বৃষ্টি বাড়বে। এর মধ্যে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমান অনেকটাই বাড়তে পারে। এই ৭ দিনে রাজ্যের কোনও কোনও জেলায় ন্যূনতম ৪০০ থেকে সর্বোচ্চ ৫২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

দুর্গাপুজোর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়। যেহেতু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে না, অতএব পুজোয় বৃষ্টি অবশ্যম্ভাবী বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পুজোর কোন দিন কোন জেলায় কতটা বৃষ্টি তা সেপ্টেম্বরের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে বিস্তারিত জানাবে আলিপুর আবহাওয়া দপ্তর। 

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থিত। মৌসুমী অক্ষরেখা বাংলার আরো কাছে। ওড়িশার চাঁদবালি হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার বৃষ্টির জেরে পুজো শপিংয়ে বিঘ্ন ঘটার সম্ভাবনা কম। তবে রবিবার রাত থেকে সোম এবং মঙ্গলে শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানা গেছে হাওয়া অফিস সূত্রে ।

Previous articlePM Narendra Modi:পুজোর আবহে রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, ফোর্ট উইলিয়ামে ঠিক হবে সীমান্ত স্ট্রাটেজি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here