দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম পড়েছে বেশ কয়েক দিন ধরেই৷ মাঝেমধ্যে বৃষ্টি হলেও অস্বস্তি কাটছে না। যদিও বুধবার সন্ধের পর থেকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে, তাতে আবহাওয়ার পরিবর্তন হয়েছে বলেই মনে করছে হাওয়া অফিস। একইসঙ্গে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রাজ্যজুড়েই বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার তালিকায় রয়েছে, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে, দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবার উত্তরবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই প্রবল বৃষ্টি হতে পারে। গত মঙ্গলবার থেকেই সেই জেলাগুলিতে নদীর জলস্তর বেড়েছে। তাই আরও বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে ভ্যাপসা গরম কমে মনোরম থাকবে কলকাতার আবহাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতেও পারে। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।

দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।








