Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল! সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

0
723

দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষার মেঘ আসছে- যাচ্ছে ! সোমবার সকাল থেকে রোদ মেঘের খেলা চলছে দক্ষিণবঙ্গের আকাশে। তবে বেলা বাড়তেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷

নিম্নচাপের জেরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা অবশেষে খুলে দিতে চলেছে দক্ষিণবঙ্গের বর্ষার ভাগ্য । আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গেই বদলে যাচ্ছে আবহাওয়া। ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শুরু থেকেই জাঁকিয়ে বসবে বর্ষা। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির তেজ বাড়বে। এই খবরে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গের মানুষের মনে। উল্লেখ্য, এবছর এখনও সেভাবে বর্ষা তার তেজ দেখায়নি দক্ষিণে।

দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বৃষ্টি হলে সেই অস্বস্তি কিছুটা কাটবে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।

রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী বায়ুর দুর্বল হওয়ায় ভরা বর্ষাতেও ভারী বৃষ্টি থেকে বঞ্চিত বাংলা। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতায়।

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণ ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। তবে তার সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷

মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে কোটা এবং সাগরের ওপর দিয়ে রায়পুর হয়ে ওড়িশার নিম্নচাপের কেন্দ্রস্থলে এরপর বঙ্গোপসাগরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷

আগামী কয়েক দিন মৌসুমী অক্ষরেখার দক্ষিণ দিকের রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷

আগামী ২৪ ঘণ্টায় সৌরাষ্ট্র, কচ্ছ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার তেলেঙ্গানাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

বুধ-বৃহস্পতিবার কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মধ্যপ্রদেশ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা। ছত্রিশগড় বিদর্ভেও আগামী দু-তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ৷

Previous articleBongaon Hospital: চিৎকার আটকাতে মুখে লিউকোপ্লাস ! বনগাঁ হাসপাতালে প্রসূতির মৃত্যুতে ধুন্ধুমার
Next articleDrama : “শিশু শিখনে নাটকের ভূমিকা”গোবরডাঙা ছাত্রকল্যাণ বিদ্যাপীঠ বিদ্যালয়ের  উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল নাট্যকর্মশালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here