দেশের সময়, কলকাতা: এবার গরম থেকে মিলবে রেহাই। আজ অস্বস্তিকর আবহাওয়া থাকলেও, বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় ঝড়বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃষ্টি হলেও কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালেও বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে পারে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।