Weather Update জানুয়ারিতে  উধাও শীত! রাজ্যে ক্রমেই চড়ছে পারদ , ঠান্ডা ফিরবে কবে? কী জানাচ্ছে হাওয়া অফিস

0
13
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : জানুয়ারি যেতে আর মাত্র এক সপ্তাহ । শহরে নেই শীতের আমেজ। ভোরে হালকা ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়লে ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে না। বরং চড়া রোদে অস্বস্তি বাড়ছে। চলতি সপ্তাহে আরও বাড়বে অস্বস্তি। আগামী তিনদিনে তাপমাত্রার পারদ আরও খানিকটা চড়বে।

ঝাপসা শহর : বনগাঁয় ছবি তুলেছেন অঙ্কিতা বনিক

বুধবার হাওয়া অফিস জানিয়েছে, একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপটেই মুখ ঘুরিয়েছে শীত। তবে জানুয়ারি প্রায় শেষ হতে চললেও আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় অস্বস্তি বাড়ছে রাজ্যবাসীর। তবে সপ্তাহের শেষদিকে ঠান্ডার আমেজ খানিকটা ফের ফিরতে পারে।

দক্ষিণবঙ্গেরও ঘন কুয়াশার সতর্কতা জারি করল হাওয়া অফিস। জানা গেছে, কুয়াশা বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। তবে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাতে কুয়াশার দাপট দেখা যাচ্ছে।

আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হবে। তখন থেকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবারেও ঘন কুয়াশার দাপট জারি থাকবে।

অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলা ঘন কুয়াশায় মোড়া থাকবে। বিশেষত কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে। আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহান্তে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। 

Previous articleIndia-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় জোর তৎপরতা, গাইঘাটায় জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের
Next articleTangra Building Tiltপুনরাবৃত্তি: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here