![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/IMG-20220910-WA0013.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা শহরের বিভিন্ন জায়গায় টিপ টিপ বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাত হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/DESHER-SAMAY_20220914192827983.jpg)
বর্ষায় বৃষ্টির তুমুল ঘাটতি থাকলেও, শরতে খানিকটা স্বস্তি ফিরেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রার পারদ। তবে কোথাও কোথাও জল জমার সমস্যায় নাজেহাল দশা সাধারণ মানুষের। নিম্নচাপ কেটে গেলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনও কাটেনি। গতকালের মতোই আজও বৃষ্টিতে ভিজছে শহর ও শহরতলি।
আজও আকাশে মেঘের ঘনঘটা। সকাল ৭টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টা তিন জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/IMG-20220913-WA0035.jpg)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুধু কলকাতা নয়, আজ সারাদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত সকাল ৭টা থেকে টানা ৩ থেকে ৪ ঘণ্টা হালকা বৃষ্টি হলেও, বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও, ওড়িশা, বিহার, সিকিম, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/11.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/07.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/08.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/02.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/12.jpg)