Weather update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটবে কবে ? আবহাওয়ার আপডেটেড জানুন

0
70

দেশের সময় কলকাতা : দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বর্ষা প্রবেশ করলেও কলকাতা-সহ সে সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা এলেও বৃষ্টি অধরাই। হাওয়া অফিস জানিয়েছে, দুর্বল মৌসুমি বায়ু এবং দেরিতে বর্ষা আসার ফলে ১ থেকে ২৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতির পরিমাণ স্বাভাবিকের থেকে ৭২ শতাংশ। সবচেয়ে বেশি ঘাটতি কলকাতায়। অন্য দিকে, উত্তরের পাঁচ জেলায় উদ্বৃত্ত হয়েছে বৃষ্টি। কোচবিহারে ১৫৯ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের প্রায় ১১ দিন পর প্রবেশ করেছে বর্ষা। তা-ও সব জেলায় এখনও প্রবেশ করেনি বর্ষা। যেখানে বর্ষা প্রবেশ করেছে, সেখানেও ছিটেফোঁটাই হচ্ছে বর্ষণ। তাতেই তৈরি হচ্ছে ঘাটতি। হাওয়া অফিস ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, সোমবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির ঘাটতি ৮৬.৬ শতাংশ। এই সময়সীমার মধ্যে কলকাতায় স্বাভাবিক ভাবে ২১৩ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে বৃষ্টি হয়েছে ৩০.৯ মিলিমিটার। ২৩ জুন পর্যন্ত কলকাতায় বৃষ্টির ঘাটতির পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কলকাতায় যা বৃষ্টি হয়েছে, তাতে ঘাটতির পরিমাণ কিছুটা কমেছে। তবে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি না হলে এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই।

এক্ষেত্রে উল্লেখ্য, মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। কয়েকটি জেলায় এখনও মৌসুমী বায়ুর প্রবেশ বাকি রয়েছে। সেক্ষেত্রে বুধ বা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মৌসুমী বায়ু প্রবেশ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকছে বর্ষণের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া।

ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায়। তবে এদিন বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এখনই ভারী বর্ষণের কোনও পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। সেক্ষেত্রে চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। এরপর আবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে চলতি মাসের শেষর দিকে এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এদিকে শহর কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি।

এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। বুধবারও বৃষ্টির পরিমাণ বেশিই থাকবে। মূলত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। তার মধ্যেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়।

বৃহস্পতি এবং শুক্রবার একইভাবে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। সেক্ষেত্রে ওই ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই দুই পার্বত্য জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

Previous articleBangladesh vs Afghanistan Updates: বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিং, ১১৬ রানের টার্গেট দিল আফগানিস্তান
Next articleSheikh Hasina তিস্তা প্রকল্পে আগ্রহী ভারত-চীন দু’দেশই, ‘লাভজনক প্রস্তাবই নেবো’ বললেন হাসিনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here