Weather Update: এবার উষ্ণতম দোল ! তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই, চলতি মাসে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা? দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস

0
597

দেশের সময় ওয়েবডেস্কঃ উষ্ণতম দোল প্রত্যক্ষ করতে চলেছে রাজ্যবাসী। আগামী সপ্তাহেই কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি, দোলের সময়ে বঙ্গে তাপমাত্রা বাড়বে, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর।

রাতের তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাজ্যে এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

তবে রঙের উৎসবের আগেই শহরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই। কয়েকটি জেলায় ইতিমধ্যেই পারদ ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা ঘিরে চরম অস্বস্তিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীরা। 

স্বস্তির বিষয়, শহর কলকাতায় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বৃদ্ধি পাবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

পশ্চিমের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। চড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদও। 

আবহাওয়াবিদদের কথায়, ৮ মার্চের আগে দেশের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে চলতি মাসেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মে মাসে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতা এবং সংলগ্ন জেলাগগুলিতে গরম এবং আপেক্ষিক আর্দ্রতার আধিক্য অস্বস্তি বাড়াবে। চলতি বছর উষ্ণতম দোল কাটাবে রাজ্যবাসী।


উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে জেলাগুলিতে।

মধ্যপ্রদেশ এবং গুজরাট এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোমোরিন এলাকায়। এই এলাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Previous articleBagda news: পঞ্চায়েত ভোটে বাগদায় জমানত জব্দ হবে বিরোধীদের, দাবি বিশ্বজিতের,নেতৃত্বের অভাবে বিজেপিকে ভুগতে হবে, বিস্ফোরক দুলাল বর
Next articleBasanta Utsav 2023: বসন্ত উৎসবে মেতে উঠল তিলোত্তমা, ময়দানে মদন মিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here