Weather Update: উধাও ঠান্ডা, উত্তরে তুষারপাতের সম্ভাবনা, আজ থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

0
421

দেশের সময় ওয়েবডেস্কঃ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, সোমবার থেকে আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজ্যে পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একদিকে যখন বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়ে, তখন শহর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে কুয়াশার প্রভাব রয়েছে ব্যাপক ভাবে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকার পর বেলায় পারদ চড়বে বেশ কিছুটা।
 

আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩°বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩° বেশি।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকেই আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হল রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে সোমবার থেকেই। বুধবার থেকে শুক্রবার কলকাতা সহ রাজ্যে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা হবে আগামী ২৪ ঘণ্টায়। অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে।

আগামী কাল ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তার পরেও তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ কমবে বলে জানা গিয়েছে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত উধাও হয়ে যাবে।

উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
 

হাড় হিম করা ঠান্ডার আপাতত দেখা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি  থাকবে।
 

Previous articleBJP: শান্তনুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন ‘বিদ্রোহী’ সায়ন্তন, জয়প্রকাশ ও রীতেশ ! বঙ্গ বিজেপি-তে আরও বড় বিদ্রোহ?
Next articleEDITOR’S CHOICE PICTURE: আলোকচিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here