Weather Update উধাও ঠান্ডার আমেজ , বাড়ল তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

0
98
পৌলমী ব্যানার্জী , দেশের সময়

উধাও ঠান্ডা। হাওয়া অফিস বলছে, আপাতত শীত গায়েবই। আগামী কয়েক দিন এ রকমই চলবে। ফের বড়দিনের আগে শীতের দ্বিতীয় স্পেল কাঁপাতে পারে শহর। জাঁকিয়ে পড়তে পারে শীত।

দক্ষিণবঙ্গে কমল কনকনে ঠান্ডার আমেজ। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভোরে ও সন্ধেয় হালকা শীতের আমেজ অনুভূত হলেও, বেলায় উধাও ঠান্ডা। চলতি সপ্তাহে ফের আবহাওয়ার বড়সড় রূপবদল। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে এই মুহূর্তে যাঁরা উত্তরবঙ্গে রয়েছেন, তাঁদের জন্য সুখবর। শুক্রবার ও শনিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের পার্বত্য এলাকার উঁচু জায়গায়। দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে হয়তো হালকা তুষারপাতও চাক্ষুষের সুযোগ মিলতে পারে। তবে নিচু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও  শক্তি বাড়াবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। সাগরে নিম্নচাপের জেরে শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে। 

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় যা আরও খানিকটা বাড়ল। আগামী দু’-তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের  তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফলে শীতের আমেজ কিছুদিনের জন্য গায়েব হবে। নিম্নচাপের কাঁটা সরলেই দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ ফিরবে।

Previous articleJammu and Kashmir জম্মু-কাশ্মীরে ফের এনকাউন্টার, ৫ সন্ত্রাসবাদী খতম কুলগামে
Next articleRahul Gandhi: রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর ,বিজেপির অভিযোগ প্রমাণিত হলে কী  তাঁর জেল হতে পারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here