Weather Update: উত্তরে বৃষ্টির কমলা সতর্কতা, টানা দু’দিন ধরে ভিজবে কলকাতা-সহ কোন কোন জেলা? জানুন আবহাওয়ার আপডেট

0
305

দেশেরসময় ওয়েবডেস্কঃ শুক্রবার সকাল থেকে বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা তথা দক্ষিণবঙ্গের নানা প্রান্ত ৷ গতকাল রাত থেকেই শুরু হয়েছে একটানা এই বৃষ্টি। সকালেও তার বিরাম নেই।

আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামীকাল, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এমনই অবস্থা। সব মিলিয়ে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে, জানিয়েছে হাওয়া অফিস ৷

বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তাপমাত্রা কিছুটা কমবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মূলত মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ।

বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

শুক্রবার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

এর মধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।

মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। শনিবারও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে, ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।

রবিবার থেকে উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

Previous articleWeather Update: দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা? জানুন আবহাওয়ার আপডেট
Next articleLocal Train: ব্যাহত বনগাঁ- শিয়ালদহ ট্রেন চলাচল, সমস্যায় পড়েছেন বহু নিত্যযাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here