Weather Update: আশ্বিনেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা!পুজোর আগে দুর্যোগের ঘনঘটা বঙ্গে

0
525

দেশের সময় , কলকাতা: আশ্বিনের আকাশে মেঘের ঘনঘটা। দফায় দফায় ভারী বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গে। রবিবাসরীয় সকালেও ঘোর বর্ষার আমেজ ৷ কেমন থাকবে আবহাওয়া? 

গত কয়েকদিন ধরেই রোদের দেখা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই প্রায় সবসময় মেঘলা আকাশ, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি । গত ২-৩ দিনে অবস্থা এতটাই খারাপ ছিল যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমন ঘটছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এরমধ্যে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও দেখা দিল। সবমিলিয়ে পুজোর আগে ফের দুর্যোগের কালো মেঘের ঘনঘটা বাংলার আকাশে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৮-২৯ তারিখ নাগাদ মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা পরবর্তী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে শেষ অবধি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং হলে তার অভিমুখ কোন দিকে থাকবে, আপাতত সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম দেওয়া হবে ‘তেজ’। তবে দিল্লির মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি।

তবে গত কয়েকদিনের মতো কালো মেঘ বা বৃষ্টি রবিবার সকালে উধাও। মেঘ সরিয়ে এখনও সেভাবে রোদ না উঠলেও ছুটির দিনে বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতররে মতে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পরেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে মালদহ ও দুই দিনাজপুরে সেভাবে বৃষ্টি নাও হতে পারে। হলেও একেবারে ছিটেফোঁটা।

অন্যদিকে দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে আরও কমে যাবে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Previous articleHealth tips পুজোর আগে শরীর ঠিক রাখতে কি করতে হবে? জানিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ জয়শ্রী বনিক
Next articleMamata Banerjee: ফের পায়ে চোট এমআরআই হয়েছে মমতার, আগামী ১০ দিন চলাফেরার ক্ষেত্রে মানতে হবে বিধিনিষেধ জানালেন চিকিৎসকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here