Weather Update আজ থেকে আবহাওয়ার পরিবর্তন দুই বঙ্গেই, ফিরছে শীত? জানুন আবহাওয়ার আবডেট

0
20
হীয়া রায় , দেশেরসময়

রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার। তবে এই ঝকঝকে আবহাওয়া যে কোনও সময়েই পাল্টে যেতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তাঁরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির অবস্থা তৈরি হয়েছে। তা ছাড়া, হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

অর্থাৎ আজ, সোমবার এবং কাল, মঙ্গলবার— দু’দিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলার বিভিন্ন জায়গায়।

আবহবিদদের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং নদিয়ায় বজ্রপাতের আশঙ্কা খুব বেশি। একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে এই তিন জেলায়। ত ছাড়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

বৃষ্টির ভ্রুকুটি হালকা থাকলেও রাজ্যের বেশিরভাগ জেলাই থাকবে শুষ্ক। তবে কি এবার গরম পড়তে চলেছে? সেই নিয়ে যদিও এখনই কোনও বড় আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। আপাতত ২ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে তারা। 
শেষ কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্র কম-বেশি বৃষ্টি হয়েছে। কার্যত নাজেহাল হয়েছেন সকলে।

রবিবার অর্থাৎ গতকালও বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে, আজ থেকে এই আবহাওয়া একেবারেই বদলে যেতে চলেছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রায় খুব বেশি তারতম্য হবে না।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে শীতের আমেজ খুব বেশি অনুভূত হবে না। মার্চের শুরুতে তাপমাত্রা ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একই ভাবে আগামী দু’দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে, তবে এরপর আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তরবঙ্গে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা-সহ অন্যান্য জেলাগুলিতে আবহাওয়ায় তেমন পরিবর্তন হবে না।

এদিকে কলকাতায় মঙ্গলবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এরপর ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তা সামান্য বেড়ে ২১ ডিগ্রি হতে পারে। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ তাপমাত্রা বেড়ে ২৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা তার আগের অবস্থান থেকে কিছুটা সরে তেলঙ্গানার পরিবর্তে আপাতত ছত্তিসগড়ের উপরে রয়েছে। তবে দেশের উত্তর–পশ্চিমে নতুন করে তৈরি হয়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। একই সঙ্গে বঙ্গোপসাগরের উত্তর দিকে এখনও অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্তটি। মৌসম ভবন জানাচ্ছে, এ সব কিছুর মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গে ঝড়–বৃষ্টির পরিবেশ চলবে মঙ্গলবার পর্যন্ত।

Previous articleIndia vs Pakistan ICC Champions Trophy 2025: ২৪১ রানে শেষ পাকিস্তান, ৩ উইকেট কুলদীপের
Next articleRation Scam: জেলমুক্তির পরেই বালুকে ‘ঘুরপথে’ প্যাঁচে ফেলল ইডি! আদালতে পেশ হল চার্জশিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here