দেশেরসময় ওয়েবডেস্কঃ চৈত্রের কালবৈশাখীর দাপটে মার্চের প্রবল দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। মঙ্গলবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী চলবে। কলকাতাতেও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা।

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে ওপরের দিকের পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া

মঙ্গলবার ঝড়ের গতিবেগ কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির বিক্ষিপ্তভাবে দু-এক জেলায়। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ৷সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবারে ও উত্তরবঙ্গের পার্বত্য চার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বুধবার থেকে ঝড়ো হাওয়ার দাপট কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে চলবে শনিবার পর্যন্ত।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, এখনও অবধি সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ২৭ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্র ২৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার।

মঙ্গলবার কলকাতার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার এই কম ফারাকের কারণেই প্যাচপ্যাচ গলদঘর্ম অবস্থা থেকে রেহাই মিলেছে। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৫ থেকে ৯৩ শতাংশের মধ্যে।

উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেমন রয়েছে তার সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে। রাজস্থানের উপর জোড়া ঘূর্নাবর্ত রয়েছে। পূর্ব রাজস্থান ও মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

যেটি ছত্তিসগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থানে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে।

আগামী ৪৮ ঘন্টায় শিলা বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এলাকায়। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা অসম ও মেঘালয়ে।

আগামী ৪৮ ঘন্টায় শিলা বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এলাকায়। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা অসম ও মেঘালয়ে।

এছাড়া তামিলনাডু কেরালা ও রায়েলসীমাতে ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা বাকি দেশে ২৯ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here