দেশের সময় কলকাতা : উত্তরবঙ্গে চলছে ঝড়–বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রা।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশের মধ্যে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে বাড়বে এই জ্বালাপোড়া গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।
বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের পাঁচ জেলায়। এগুলি গল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। তাপপ্রবাহ চলবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। এই পাঁচটি জেলায় এক ধাক্কায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে যাবে।
এ সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। ।
এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাল, শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
বেশ কিছু সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। বলা হয়েছে তাপপ্রবাহ যখন চলবে, তখন বেশিক্ষণ বাইরে না থাকাই উচিত। হালকা সুতির জামা পরার কথা বলা হয়েছে। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখার কথা বলেছে হাওয়া অফিস। সারা দিনে প্রচুর পরিমাণ জল খাওয়ার কথা বলা হয়েছে। দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, লেবু–জল খেতে বলা হয়েছে। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দিনে যখন তাপমাত্রা কম থাকবে, তখন ভারী কাজ করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বাইরে রোদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের বার বার বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশিকায়। সন্তানসম্ভবা এবং বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষ ভাবে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
আগামীতে কয়েক দিনে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ তারিখ অবধি জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যা বিদর্ভ ও কর্ণাটকের ওপর দিয়ে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে,, যার দাপটে ঘূর্নাবর্ত তৈরি হয়েছে উত্তরপ্রদেশ, বিহার ও অসমে। আরও একটি ঝঞ্ঝা আসবে শুক্রবারে।
এপ্রিলের শুরুতেই দাবদাহ দেশজুড়ে। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোয়া, কেরল, মাহে, তামিলনাডু, পন্ডিচেরি, এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড ত্রিপুরাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে।