Weather Updateমাঘের শুরুতেই ফিরল শীত! জাঁকিয়ে ঠান্ডা ক’‌দিন? কী জানাচ্ছে হাওয়া অফিস

0
22
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : মাঘ পড়তেই পারদ নামতে শুরু করল, ফের ফিরল শীত। বৃহস্পতিবার থেকে ফের কমতে শুরু করেছে তাপমাত্রা।

হাওয়া অফিস জানিয়েছে, মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরে শনিবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে কমবে তাপমাত্রা। আগামী সপ্তাহেও শীত ভালই অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে।

তবে আগামী এক সপ্তাহ উত্তর কিংবা দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ১২–১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে।

এদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশা থাকবে। কোথাও কোথাও ভোরের দিকে দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ার সম্ভাবনা।

পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের বেশ কিছু জেলায়। 

উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। সিকিমের উপরে এর কতটা প্রভাব পড়ে, তার দিকে নজর রেখেছেন আবহবিদেরা। তার উপরে উত্তরবঙ্গের তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি নির্ভর করবে।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। সেখানে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

ভারতের অন্যান্য অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের প্রকোপ বাড়বে। হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়া সিকিম এবং ওড়িশার আবহাওয়ার উপরও এর সামান্য প্রভাব পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন হবে না। 

Previous articlePolice Investigationপ্রেমে টানাপোড়েন থেকেই আত্মহত্যা? গাইঘাটার নৃত্যশিল্পীর মৃত্যুতে গ্রেপ্তার ২
Next articleSaif Ali Khanঅবশেষে মুম্বই পুলিশের জালে সইফ আলি খান পটৌদীর আততায়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here