Weather update:গরমে ‘সেদ্ধ’ হওয়ার দিন দোরগোড়ায় ,কলকাতা সহ ৮ জেলায় ঝড়-বৃষ্টি-ঝঞ্ঝার সতর্কতা কোন কোন জেলায় ? দেখুন ভিডিও

0
201

দেশেরসময় কলকাতা : গরমে ‘সেদ্ধ’ হওয়ার দিন দোরগোড়ায়। শনিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ফের একবার বৃষ্টি বাড়তে পারে রবিবার। সিকিম ও অরুণাচলে শনি এবং রবিবার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকাগুলিতে। বৃহস্পতিবারও রাজ্যের তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখীই। দেখুন ভিডিও

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়তে পারে। গরমের জন্য বাড়বে অস্বস্তিও।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বঙ্গে হতে পারে বৃষ্টিপাতও। আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। দিন এবং রাতে পরিষ্কার থাকবে আকাশ। বাড়বে তাপমাত্রার পারদ। শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েক দিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিঙের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙে।

দেশেও বদলাচ্ছে আবহাওয়ার প্রকৃতি। আজ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের সমতলেও। কাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি , দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজধানীর দিল্লি-সহ পাঞ্জা। হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তর প্রদেশে। উত্তর-পশ্চিম ভারতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

জম্বু কাশ্মীর লাদাখ সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাত ও বৃষ্টি; শিলাবৃষ্টির সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ ভারতের কেরলে। আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Previous articleBJP: তৃণমূলের ব্রিগেডের দিন ১০ মার্চ ,সন্দেশখালিতে সভা বিজেপির ঘোষণা শুভেন্দুর
Next articleSeikh Sahajahan Arrest: ধৃত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত থেকে ভবানীভবনে নিয়ে এল পুলিশ , এবার তদন্ত করবে সিআইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here